জামিয়া তা’লীমুল কুরআন সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের গোটাটিকর (ষাটঘর এলাকায় সম্পূর্ণ শহুরে কোলাহলমুক্ত একটি দ্বীনী শিক্ষা ক্যাম্পাস। উত্তর-পূর্বে স্বপ্নীল সোনার গাঁ, প্রকৃতির মুক্ত হিমেল বাতাস আর চারদিকের সবুজাভ সমারোহে স্নিগ্ধ পরিবেশে অবস্থিত একটি বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশে কুরআন শিক্ষার কিংবদন্তী পুরুষ শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ.’র মোবারক হাতে আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের অধীনে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় জামিয়াটি । আঞ্জুমানের মিশন ও ভিশনকে আরো সুদূরপ্রসারী ও গতিশীল করার লক্ষ্যে এর পূর্বে প্রতিষ্ঠিত হয় আঞ্জুমান কমপ্লেক্স। শায়খ রাহ.’র ব্যাপক শ্রম, ইখলাস ও লিল্লাহিয়াতের মহিমায় তাঁর জীবদ্দশায় জামিয়াটি শিক্ষার মাধ্যমিক স্তর (মুতাওয়াসসিতাহ) পর্যন্ত অগ্রসর হয়। কালের পরিক্রমায় প্রভুর ডাকে সাড়া দেন তিনি। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব অর্পিত হয় তাঁরই সুযাগ্যে বড় সন্তান বিচক্ষণ ব্যক্তিত্ব মাওলানা ইমদাদুল হক নোমানী’র হাতে। এরপর আঞ্জুমানের মজলিসে শুরার সিদ্ধান্তক্রমে পরপর এহতেমামের দায়িত্ব পালন করেন দু’জন: মাওলানা ক্বারী হারুনুর রশীদ ও হাফিজ মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দীক। ২০১৮ সালে আবারো পূর্ণ দায়িত্বপ্রাপ্ত হন মাওলানা বিস্তারিত...